পান্তাভাতে ঘি (২)

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

কবি বলেছিলেন-“ও পাড়ার সুন্দরী রোজেনা
সারা অঙ্গে ঢেউ তার, তবু মেয়ে কবিতা বোঝে না!”
আসলে কি তাই? আমার মন বলে-আসলে রোজেনা
ডানও বোঝে না, বামও বোঝে না…

সে ঝলমলে আলো দেখে কেবলই সুখ খোঁজে
অন্ধকারেরও যে বিধ্বংসী রূপ আছে, তা কি সে বোঝে?
সে গরম সুন্দরী, তবে নরম মানবী- কথার মারপ‍্যাচ বোঝে না
সে সোজা কথা বলে, সোজা পথে চলে, তাই সে রোজেনা…

তোমরা কি জানো বাহে, রোজেনা আসলে বোঝেটা কী?
হয়তোবা বোঝে, গতরে ঢেউ নিয়ে পান্তাভাতে ঘি;
আর আমরা সকলে বুঝি-

বাদশাহী মগজের ফকিরী অপব‍্যয়ে কবিতার ভাঁড়ামি;

সেতো তুমি, সেতো আমি!

0

Publication author

1
জন্মস্থান খুলনা, বাংলাদেশ। বর্তমানে বসবাস ঢাকা, বাংলাদেশ। একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা।
Comments: 0Publics: 124Registration: 04-12-2024
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।