পায়ে পায়ে হৃদয়ে
22 total views
রাতের রজনীগন্ধায় সেজে নিশিকন্যার
গলি থেকে রাজপথে প্রবেশ নিষেধ!
কখনোও অন্তরাল শঙ্খবেলা,
আকাশ ছোঁয়া কখনোও মেঘ,
এপার ওপার পালঙ্ক…
প্রান্তরেখায় সঙ্গিনী সে।
অপরাজিত পিপাসা সোনার খাঁচায়,
জীবন সৈকতে ছদ্মবেশে একা মেয়ে
দৌড় দেয়, অমৃতকুম্ভের সন্ধানে…
দেখেও কেউ দেখে না,
কেউ শোনে না তার কান্না!
কারোও কথা ভেবে ভেবে
কারোও যেন দুই হাতে
সে পাঠায় নিশীথে উল্কা;
হে নন্দিনী, তুমি ফিরে এলে
ক্লান্তি আসে নেমে, তখন কি জানি
কি নামে ডেকে কোকিল কেন কাঁদে ফাগুনে!
Subscribe
Login
0 Comments