পুরোনো ডায়েরী
বহুদিন পর পুরোনো ডায়েরী টা চোখে পড়লো,
স্পর্শ করতেই সেই বিষাক্ত কষ্ট’রা ঘিরে ধরলো!
জমা ছিলো ব্যর্থতা ভরা কিছু শব্দ!
বাস্তবতার দেয়াল তুলে একদিন করেছিলো জব্দ!
শুধু এক টুকরো স্মৃতি হয়ে বসে আছে পৃষ্ঠায়!
প্রাণ হারিয়ে একদিন হয়েছিলাম অনুপায়!
প্রতিটি ‘শব্দে’ এখন ও খুঁজে পাই তারে,
অভিমান করে সে ডুবে গেছে আঁধারে!
অশ্রু গুলো আজও ঝরে হয়না অবসন্ন!
মনের আকাশে উঠে-না চাঁদ আজও তার জন্য।
আসবে না সে জানি হারিয়ে গেছে দূরে,
থাকবে সে তবে অনন্তকাল ডায়েরী খানায় জুড়ে।
Subscribe
Login
0 Comments
Oldest