প্রকৃতির ঘ্রাণ
নিঝুম নিরালায় বসে আছি একেলা
সুদূর ঐ পাহাড়ের চূড়ায়,
স্বপ্ন গুলো এসে ফুরায়।
প্রকৃতির সবুজ ঘ্রাণে মন ছুটে চলে
শহর ছেড়ে গ্রাম ছেড়ে বহু দূরে।
আমায় ডাকছে আকাশ, ডাকছে বাতাস
সুদূর ঐ সমুদ্রের ঢেউ।
প্রকৃতির রঙের ছোঁয়ায় মুক্ত আকাঁশে
মেলেছি ডানা, উড়তে নেই কোনো মানা।
পুষ্পকন্যার খুঁজে অথৈ সাগর তীরে
ডিঙি নৌকা উড়ে, দূর থেকে বহু দূরে।
সালমা
Subscribe
Login
0 Comments