প্রকৃতি জীবন
পৃথিবীতে বেঁচে থেকে দেখেছি প্রকৃতির জীবন
দুঃখ- বেদনা -লাঞ্ছনা জীবনের অরুণ;
ইতিহাস পারাপার হৃদয়ে
সেখানেই সভ্যতা প্রকৃতির প্রেমে।
এ এক অবিনশ্বর ক্ষমতার দান
কঠিন পাহাড়ের সরল নীতি
মানুষের ভাগ্যের চাকায় গড়ায়ে
পথ নেই, —কোন্ পথে চলে যায়।
কেবলি স্বপ্ন, প্রেম, ভালোবাসা হৃদয়ে
জমে জমে প্রান্তরে পৃথিবী ভরা প্রীতি;
সে আরো ঢের বেশি অন্তরের পরিচয়
প্রকৃতির প্রেমে জীবন মহান।
আমাদের পৃথিবী নীলে নীলে ভরা
সেখানে হলুদের পরশ বাতাসে,
মানুষের হৃদয় ভরে যায় প্রকৃতির ফুলে
আর সেখানে রৌদ্রে পুড়ে ছাই চোখের সূএপাতে।
জীবনের উপলব্ধিতে জীবন
মরণের কোলে এসে মরণ
প্রকৃতি প্রেমে মত্ত জীবন
সেখানে মৃত্যু হয় না মরণ।
শত শতাব্দীর জীবনপঞ্জি
শিশুজ্ঞানে দেবতা মানি
সেখানে পৃথিবীর সমস্ত দিনের বিচ্ছিন্ন শক্তি
খুঁজে পাই প্রকৃতির শুকনো ঘাসে—
এ যদি হয় প্রেমের নারী
মেঘনীল স্বপ্নের পরী
অপ্সরা তবু আদি আমার জীবনের রানী
সেখানেই আমার প্রেম পুণ্য উজ্জ্বল নক্ষত্রে।।