প্রথম দেখা
এই শহরের গলি ধরে আরো কিছু পথ হেঁটে যেতে চাই,
যে গলিতে হয়েছিল তোমার সাথে আমার প্রথম পরিচয়!
শহর জুড়ে স্মৃতির মেলা তুমি পাশে নাই,
তব স্মৃতি আঁকড়ে ধরে প্রতিনিয়ত বাঁচতে চাই!
যে বুকে তোমার স্বপ্ন ধরেছি রাতের জ্যোৎস্নায়!
আমার সে বুক ঝাপটে ধরেছে তোমারও ছায়ায়।
হাতে হাত রেখে হয়নি চলা পাশাপাশি বেলা অবেলায়,
চায়ের কাপে স্বপ্ন বুনেছি রাতের জ্যোৎস্নায়।
পৌষের শীতে চায়ের কাপে বুকে প্রেম জমেছে তোমার কপটতায়,
হাজার কথার ভিড়ে চোখ রেখে চোখে কভু বলা হয়নি ভালোবাসি তোমায়!
এই শহরের গলি ধরে আরো কিছু পথ হেঁটে যেতে চাই!
তুমিহীনা শহরটা আজ পরিপূর্ণ তোমার স্মৃতির মায়ায়।
মনে কি আছে, তোমার সাথে আমার প্রথম দেখা?
ড্রিম লাইটের ঝাপসা আলোই দাড়িয়ে ছিলাম একা?
রাগ,ভয় আর অসুস্থ শরীরে তোমার দাড়িয়ে থাকা?
কাপাকাপা কন্ঠে তোমার বলা প্রথম সে কথা?
জানি মনে নেই, মনে না থাকারই কথা।
ভালোতো বেসেছিলাম আমি একাএকা!
আরো কিছুদিন আরো কিছু বছর হাটতে চাই,এই শহরের গলি ধরে স্মৃতির পাড়ায়!
সঙ্গী হবে তোমার স্মৃতি, সেই যে হেঁটেছিলাম পাশাপাশি পনেরো থেকে বিশ পা।
গলির মুখ থেকে চায়ের টং, চিনি ছাড়া রং চা।।