আজকে দেখো পূব আকাশে
সূর্য কেমন হাসে,
রাতের শিশির মুক্তো হয়ে
ঝরে সবুজ ঘাসে।

প্রভাত পাখি তরুর শাখে
মধুর সুরে গায়,
ফুলের বনে ফুল ফুটেছে
অলিরা সবে ধায়।

নদীর কাছে বটের গাছে
পাখিরা সব ডাকে,
প্রভাত বেলা কোকিল ডাকে
বসি আমের শাখে।

প্রভাত রবি ছড়ায় কিরণ
রাঙা মাটির গাঁয়ে,
গাঁয়ের মাঝে মাটির ঘর
হেরি শীতল ছায়ে।

পুকুর পাড়ে গাছের আড়ে
ঘুঘু পাখিরা ডাকে,
গাঁয়ের বধু জল নিতে আসে
কলসী নিয়ে কাঁখে।

আমার গাঁয়ে শীতল ছায়ে
সরু গলির পাশে,
সারি সারি মরালেরা এসে
দিঘির জলে ভাসে।

রাঙা পথ দিয়ে পায়ে হেঁটে
আসে পথিকদল,
দূরে দেখি অজয়ের জল
বইছে অবিরল।

অজয় নদীর ঘাটে ঘাটে
জমে যাত্রীর ভিড়,
দিনের শেষে সাঁঝের বেলা
শান্ত নদীর তীর।

আমার গাঁয়ে সাঁঝের বেলা
বেজে ওঠে সানাই।
নদীর জলে জোছনা রাশি
স্নান করে নিশায়।

চাঁদের হাসি পড়ে ঝরে
অজয় নদী-তটে,
রাত কেটে প্রভাত হলে
প্রভাত সূর্য উঠে।