প্রাক্তন
একটা নৌকো ভাসতো আমার জীবনে
পাল উঠেনি দাড় চলেনি তবুও ভাসতো
মাঝে মাঝে নোনতা জলে ভরে যেত নদী
হিমালয়ের মত কত সপ্ন সাজানো ছিল ওই নৌকায়
শক্ত মরুভূমিতে আমি মরীচিকা খুঁজতাম তার মাঝে
আর বার বার বোবা কণ্ঠে আমায় ভালোবাসে বলতো
কিছু হাঙ্গর কিছু মাছ কত রক্ত খেয়েছে ,কত রাত জেগেছি ভয়ে
কত বার বাধ ভেঙেছে নদীর কত বার শক্ত করে বাঁচতে চেয়েছি একসাথে
কত জোয়ার কত ভাটা তবুও ভাসিয়ে রেখেছিলাম
এখন নদীর পাড়ে আমি একা বসে আমার নৌকা অনেক আগে হারিয়ে গেছে
এখন আর ভালোবাসে বলে না,বলে না আমার মাঝের ভেসে থাকার গল্প
এখন সে প্রাক্তন ।
Subscribe
Login
1 Comment
Oldest