প্রার্থনা
112 total views
ওহে অধীশ্বর
দাওহে তব চরণে ঠাঁই,
কৃপা করোহে মোরে
আমি বিমগ্ন চিত্তে তব স্তুতি গাই।
প্রকাশিতেছি তব সকাশে
মোর হৃদয়ের ব্যথিত কথন,
অধীর অন্তঃকরণে রহিয়াছি বসি
কবে মোর পাপ করিবে মোচন।
ওহে দুঃখহর
ধরার ধুলিতে রহিয়াছি পড়ে,
পারাপারের নাবিক তো তুমিই
লহো মোরে তার তরে পরিশুদ্ধভাবে গড়ে।
Subscribe
Login
0 Comments