প্রেমের পথ
292 total views
যে পথ ধরে গেলে প্রেম কে পাওয়া যায়
বড়ো বিচিত্র গতিবিধি তার
যে জন গেছে সেই পথে একবার হায়
এজনমে ফিরে আসেনি সে আর
যুগে যুগে মানুষের মন মানুষীর মন
সেই পথে করে ফেরে সুখ অন্বেষণ
সুখ কিছু আছে তবে নয় সে অগাধ
যেদিন ফুরোয় সুখ, পুরোয় না সাধ
রোদ্দুরে পোড়ে সয় দারুন দাহ জ্বালা
পথের ধারে লুটায় প্রত্যাখ্যাত মালা
বৃষ্টি তে ভিজে কাঁদে বর্ষাতির সুরে
কত প্রতিজ্ঞা পত্র ধন্ঝায় গেলো উড়ে
মায়ার গিঁট খুলে কে পেরেছে পালাতে
ছলনার চাঁদ ওঠে আবেগ ঘন রাতে
যে পথ দিয়ে প্রেমের গমন আগমন
সেই পথে বেঁচে থাকা সেই পথে মরন
Subscribe
Login
0 Comments