প্রেম ও প্রিয়তমা
প্রেম প্রীতি প্রিয়তমা
দুটি নয়ন বলে দেয় প্রেমের ভাষা
রাতের প্রহর বলে দেয় ভালোবাসার নেশা
জোরালো দাবি জানায় ঝরে যাওয়া তারা।
কবিতা তুমি কি বলতে পারবে
কারে আমি চাই!
হয়তো আমি কল্পনার জগতের কোনো এক
রূপসী বাংলার মেয়েকে চাই
যে হবে নাটোরের বনলতা সেনের মতন।
গান শোনায় কবিতার ভাষা
আন্দোলনের শ্লোগান এ ভরে যায় পথ
রাস্তার জেব্রাক্রসিং মারা পড়ে জনতার ঢলে।
Subscribe
Login
0 Comments
Oldest