প্রেয়সীর হাতে মুক্তিযোদ্ধার চিঠি

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

যদি
সন্ধ্যার মেঘ
বিষাদী করে মন
বর্ষণের জলে ভিজে নিও,
জন্মভূমি জয়ের নির্মল আনন্দ নিয়ে;
আমি আসবো আননে তোমার হাসি ফোটাতে।

যদি
গুলির শব্দে
কম্পিত করে হৃদয়
পায়রাগুলো উড়িয়ে দিও আকাশে,
বক্ষের অন্দরে স্বাধীনতার উন্মাদনা নিয়ে;
আমি আসবো রক্তিম সবুজের কেতন উড়িয়ে।

যদি
গভীর নিশীথে
শূন্যতায় ভরে মন
যুগল হাতে শিশির মেখো,
চুপিসারে সুর লহরীর ছন্দের তালে;
আমি আসবো অন্তর গহিনে মৃদঙ্গ বাজাতে।

যদি
অজানা আশঙ্কায়
বিচলিত করে হৃদয়
ফজরের নামাজ পড়ে নিও,
যুদ্ধের ঐ নরপশুদের পরাস্ত করে;
আমি আসবো নতুন একটি ভূখণ্ড নিয়ে।

0

Publication author

1
জন্ম ২০শে আগস্ট ১৯৭৪ সালে বাংলাদেশের ঢাকা জেলার রাজারবাগে। লেখালেখির জীবন শুরু ছোটবেলা থেকেই। এখন তিনি সিঁড়ি, ছন্দাক্ষর ও ছন্দামৃত ৩টি স্বতন্ত্র পদ্ধতিতে কাব্য লিখছেন এবং পাঠক সমাদৃতও হয়েছেন। ২০১৩ ও ২০১৫ সালে তাঁর ২টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়।
Comments: 33Publics: 108Registration: 29-12-2021
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।