ফল
আম পাঁকে জৈষ্টে,
খাবে পেড়ে কেষ্টে;
বাজারে আগুন দাম,
তাই চুড়ি নষ্টে।
লিচু খেতে ভারী মজা,
লাল টুকটুকে গোছা গোছা;
যেই খোসা ছাড়াবে,
টুসটুসে রস গড়াবে ।
কালো জাম পাকা জাম,
মুখে যেই দিয়েছো;
একটু জিভের চাপে,
কি দারুণ; খেয়েছো?
লাল-সাদা জামরুল,
চেয়ে থাকে বাজারে;
পকেটে পয়সা নেই,
কেমনে খাবো? আহারে।
খাঁজা কাঁঠাল খেতে মজা,
যদি কখনও পাও সে তা;
ভুলেও খেও না কাঁঠাল গিলে,
সুরুৎ করে খানিক মুখে, খানিক গলে।
Subscribe
Login
0 Comments
Oldest