বত্রিশ বসন্ত
এবারের
বসন্তেও পল্লবেরা
ঝরে পড়ে শূন্যতায়
আজন্ম তৃষায় বক্ষের জমিন,
ফেটে চৌচির হতে হতে শুকায়;
উন্মত্ত নীল সাগরের লোনা জলের আশায়।
বত্রিশ
বসন্ত যায়
কেউ ডাকেনি আমায়
কষ্ট জমে জমে পিঞ্জিরায়,
ঝরনার জলে পাথরের মতো গড়ায়;
হৃদাকাশে বিহঙ্গীরা অতিথি হয়েই ঘুরে বেড়ায়।
কেউ
বলেনি অনুরাগে
আবার এসো হিয়ায়
আপন নীল আচলের তলায়,
কেউ বলেনি ওগো রুদ্র মানব;
একটু ফিরে তাকিয়ে দেখো আপন ঠিকানায়।
শুধু
মিথ্যে আশায়
অষ্টপ্রহর কেটে যায়
বসন্তের এই বাতুল হাওয়ায়,
তুমি আসবে কবে হৃদয়ের আঙিনায়;
তোমারই প্রতীক্ষায় আরেকটা বসন্ত চলে যায়।
Subscribe
Login
0 Comments
Oldest