বন্ধু
”বন্ধু”
শব্দটা যতই সহজ
সেই বন্ধুত্ব ধরে রাখাটা ঠিক ততই কঠিন,
বন্ধু মানে শত ঝগড়ার শেষে
নতুন করে মানানো …
বন্ধু থেকে প্রিয় বন্ধু হওয়ার মাঝের সেই অজস্র ঝগড়া কখন পরিণত হয়ে যায় ভালবাসা আর বিশ্বাসে..
তা বলা বড়ই কঠিন ,
বন্ধুদের মাঝে থাকেনা কোনো বেড়াজাল
বন্ধুত্ব কখনো হারায় না,
সময়ের অভাবে আমরা হারিয়ে ফেলি নিস্বার্থ কিছু সম্পর্ক।
”বন্ধু যেন অসীম মেঘলা আকাশে
এক চিলতে রোদের ঝিলিক,
তাদের হারিয়ে যেতে দিওনা
বেঁধে রেখো তাদের প্রাণ দিয়ে
তারাই যেন ভীষণ প্রিয়,
এই মূল্যহীন স্বার্থের পৃথিবীতে”
– মেহুলী কর
Subscribe
Login
0 Comments
Oldest