বন্ধু মানে কি?
বন্ধু মানে শক্ত করে হাত ধরেছে যারা।
বন্ধু মানে এক ডাকেতে লক্ষ হাজার সাড়া।
বন্ধু মানে ভুত পিটিয়ে অঙ্ক করার ভয়।
বন্ধু মানে ভুল ধরানো, তালিম দেওয়া নয়।
বন্ধু মানে গরম কালে আমের আচার চুরি।
বন্ধু মানে চরের ঘায়ে ঠুমকো লাগে তুড়ি।
বন্ধু মানে অন্ধকারে পথ দেখিয়ে চলা।
বন্ধু মানে মরলে পড়ে শ্রাদ্ধ খাবো বলা।
বন্ধু মানে নাক উচিয়ে ঝগড়া করা শেখা।
বন্ধু মানে হাজার স্মৃতি আগলে তুলে রাখা।
বন্ধু মানে এক সিঙ্গারায় দশের কারাকারি।
বন্ধু মানে একবার বল, জীবন ছাড়তে পারি।
Subscribe
Login
0 Comments
Oldest