প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

রক্ত আজিকে বন্য হে মোর বন্ধুসম ভাই
আমিতো অবাক মৃত্যু শোকে হয়েছি আজিকে ছাই
হয়েছি পাষাণ মাটির মূর্তি হৃদয় বিহীন মানুষ
লেশ নেই আজ খোদ জীবনের উড়িয়ে দিয়ে ফানুস
কি আর হবে ব্যার্থ চেষ্টা, অন্ধ হাতছানি
মনুষত্বের উড়ছে ধ্বজা শত্রুর কপোতখানি
আমিই শ্রেষ্ঠ ভগবান পুজি ওরা করে হাহাকার
আপন মানুষ হারিয়ে আজিকে শোকাগ্র কতকাল
যথার্থ তার মর্যাদা আমি বুঝিনি কভু কালে
হারিয়ে গিয়াছে যত আশা মর অথৈ মাটির তলে
কে আনিবে তাহার শান্তির বাণী মলিন তাহারি বেশ
সুশীতল তার ছায়াতল জুড়ে পুরনো সবই যে শেষ
হেথায় তোমরা বুঝিয়ে দিয়েছ আমার আসল রূপ
মানুষ নহে হে পাষাণ মাটির মূর্তি জমেছে খুব
আমার বক্ষ পাথরসম বলিছে কেহ মুখে
করুণা করেছি যতবার তার শোকেও কেঁদেছি ভেসে
আমি তো নই হে খুনির দায়ে যুবকের চিৎকার
রক্ত আমার আমারই মতো দোষ করেনি কোনোকাল
রক্তিম তুমি লাল বিপ্লব ঝলসানো প্রতিবিম্ব
বৃষ্টির ফলে ধুয়ে গেছে সেই কবেকার পদচিহ্ন
আমি দোষী নই আমি নির্দোষ এ কথা বলব কাকে
শোনবার মত লোক নেই আর আমার গহীন ফাঁকে
আসামী নই আমি নির্দোষ বলে কতো দেব আর প্রমাণ
ফাঁসির মঞ্চে ঝুলিয়া মরিছে আমার নিথর প্রাণ
কেউ পাশে নেই হাত থামিবারে যা ছিল গেছে তা ঘুচে
কান্নার জল ঢলিছে আমারই চিবুক হৃদয় ভিজে
শোকগ্রস্ত আমি নই শুধু চেয়ে দেখো সব মৃত
আমারই এদেশ লজ্জায় ঘেরা মানুষ সবাই ভীত
অচেনা শত্রু কতকাল আর করিবে এ বুকে হানা
কতকাল আর ভাঙ্গিবে তৃষা মৃত্যুর পরোয়ানা
অজিকে তোমার লজ্জার কি আর তব শেষ নাই
ধুলায় লুটায়ে পড়েছে আজিকে আত্মীয়সম ভাই
সে তো তোমার নিজেরই ছিল কেনোই বা আজ পর
ভেবে দেখো তুমি নিজেই করেছ দৃষ্টি অগোচর
দিয়েছ তাহারে দুঃখের বেড়ি মিথ্যের চিৎকার
কতকাল আর সইবে সে এই মিথ্যের হাহাকার?
তুমি তো দোষী নও
এদেহ দিয়ে বিলীন করেছ যত আশা সমহর
সেজনা তোমায় করেছে বিক্রি প্রাণপ্রিয় তব ঘর
তুমিতো জানো তুমি কি মানুষ কি রহে তোমার ভিতর
কেমন করিয়া রাত্রি কাটাও যুদ্ধ, রক্ত, শিহর
সারাখন তুমি ক্ষমা চাও তারে হে বন্ধু ফিরে আয়
যাহা করেছি ভুল আমি এই নিঝুম নিরালায়
আজিকে আমার দেহ হতে সবই চলিয়া গিয়াছে দূরে
যা ছিল আমার ব্যাক্তিগত যা ছিল আমার নীড়ে
হে কাকন মোর প্রাণপ্রিয় তব তোমার চরন ধরি
লুটায় পড়েছে ক্ষমার আদল মোর রক্তস্নাত ধুলি
আজিকে আমার কলম হয়েছে শাশ্বত এক মুখ
মরেছে স্বপ্ন সবই যা ছিল তোমায় দিতে সুখ
এই আসামির বুকে আজিকে শেষবার পা রাখো
মৃত্যুশোকে মূহ্যমান এই মানুষের পানে চাহো
দোষের যদি পেতে হয় মোরে আরো অনেক দন্ড
ক্ষমা চাই প্রিয় মানুষ হয়ে উঠতে হয়েছি অশেষ ক্লান্ত
আমার রক্ত যতদিন এই শিরায় বাঁধিবে তান
যতদিন এই মানুষ বাঁচবে তোমারই কল্যাণ
এই দেশ আজ মোর দেশ নাহি হয়েছে বিক্রি হাটে
তোমারই ধুলায় আজিকে আমার জবাব মাফি চাহে
সেজনা হাজারো চেয়েছে ক্ষমা যদি নাই সে চায়
তোমার মুখের সামনে বসিয়া যার ব্যাথা সরে যায়
যে তাকে কেবল শান্তিতে রাখে দেহে করে বসবাস
সেই তো আমার প্রাণের প্রিয় বন্ধু আমার আশ।।

0

Publication author

0
কবি, সাহিত্যিক, সম্পাদক
Comments: 0Publics: 6Registration: 22-06-2022
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

আপনি কি গল্প পড়তে ও লিখতে ভালোবাসেন? তবে বাংলা গল্প এবং অডিও স্টোরি প্রকাশ করার জন্য আজ‌ই যুক্ত হন আমাদের নতুন গল্পের সাইটে