বর্ষাস্নাত আষাঢ়
বর্ষাস্নাত আষাঢ়
——————————-
ঝরো ঝরো বরিষণে সুললিত গান;
বনরাজি ভেজা যেনো হৃদয়েরই টান।
অবিরত ঝরে বারি কফি কাপে ঠোঁট;
হাতে রেখে লিখনিটা খুঁজে ফেরে নোট!
ছাতা ফেলে দিয়ে হাঁটি মেঘমালা ছাদ;
সারাদেহ ঘিরে থাকে আষাঢ়েরই স্বাদ।
সোঁদামাটি কদমেরই ঘ্রাণে ছোঁয়া মন;
বালিয়াড়ি, তরুলতা, জলে ধোয়া বন।
গিরিচূড়া, বেলাভূমি, মেঘে জলে সিক্ত;
উদাসীনি কুহকিনী তনু মনে রিক্ত।
অঢেল ঢলে পাহাড় তলে স্বচ্ছ জলের ধারা;
ঝর্ণা যেন নতুন প্রেমের ছন্দে মাতোয়ারা।
শীতল ছন্দে বাদল ধারা বিরাম বিহীন বান;
ভূ-তল জুড়ে একক রাগের মধুরিত তান।
মুষলধারায় গাছের পাতায় জলজ রাগের ধারা;
ব্যাঙের রাজ্যে বিয়ের সানাই কবি আত্মহারা!
বৃষ্টিজলে অসাড় প্রেমিক বিষণ্ণনতায় ভাসে;
প্রণয়তাপে পল্লবিত দেহযষ্টির আশে।
জলে-স্থলে ঝর্ণাধারা মেঘ ছুঁয়েছে জল;
একক সুরে আষাঢ় ধারার বর্ষা অবিরল।
———————————-
সুমন শামসুদ্দিন || জুন ২০২২