বসন্ত, আজ মনের খোঁজে
হলুদ ফুল, হলুদ ফুল,
রঙের বাহার অতি,
ক্ষনে, ক্ষনে কালো ভ্রমর,
এর যে, মধু-লোভী।
লাগল ছোঁয়া, লাগল চোখে,
অন্য, সে এক আশায়,
বসন্ত, আজ মনের খোঁজে,
পড়ল মনে তোমায়।
Subscribe
Login
0 Comments
Oldest