বাবুমশাই
আমরা যে সব বাবু মশাই,
মহামারী ঢাকি মাক্সে;
পথের শিশু কোল আগলায়,
পোড়া পাউরুটি টিনের বাক্সে ।
চলছে বহর দেদার খাওয়ার,
ইমিউনিটির হবে না ঘাটতি;
আর পথশিশুটি জমায় ক্ষুদা,
আধপেটা খেয়ে দিন-রাত্রি ।
আমরা সবাই নিম্ন-মধ্যবিত্ত,
দাঁড়াই রেশনের লাইনে;
রসদ জোগাড় হলেও মোরা,
একটু সুরাসক্ত মাস মাইনে ।
ফ্রীতে পেলে গুছিয়ে নেই সবটা,
তবুও রাষ্ট্র বিরোধী মনোভাব;
যতই পড়ি সাদা পোশাক,
অন্ধকারে সব পশুই সজাগ ।
তুমি জমাও রঙিন জল,
অঢেল তোমার বিত্ত;
রাস্তার ধারে শৈশব ঘুমায়,
রাজা বোঝেনা বৈষম্যের এই চিত্র ।
আমরা সবাই ভদ্র সাহেব,
রোদ ঢাকি পকেটের কলমে;
বিশ্বজুড়ে মৃত্যুর মিছিল,
নরক সম এই মানব জনমে ।
বিবেক বোধ জাগ্রত হোক,
মনুষ্য সমাজের তরে,
বিভেদ ভুলে আমরা সবাই,
রইবো আপন করে ।
স্বপ্নগুলো সজীব থাকুক,
আগামীর কথা ভেবে;
দূরত্ববিধি ঘোচাও এবার,
জীবনের জয়গান গেয়ে ।।