বিবেকের জন্মদিন—–

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

বিবেকের জন্মদিন—–
কলমে- সুব্রত পন্ডিত
সংকলন- শূন্যর শূন্যস্থান (প্রথম খন্ড)
-++
বীর তুমি, বীরত্ব তোমার। আজ কথা হয় তোমার মাহাত্ব্যের তোমার আদর্শের।
সদাই তরুণ, মহান উদ্যোগ, স্মরণীয়, বরণীয় মহৎ নানা দিক কর্মের।
বিবেকের জন্মদিন, জাতীয় যুবদিবস, পূর্ণ স্বার্থকতা ১২- ই জানুয়ারির।
জীব প্রেমই আসল ঈশ্বর সেবা- অমর এই ভাব, আদর্শ এই বানীর।

জাগো-ওঠো-এগিয়ে চলো। প্রতিধ্বনিত হয় সমগ্র জাতির অন্তরে অন্তরে।
অন্তরের গভীরে ঠাকুরের ভাবনাগুলি, সযত্নে প্রতিষ্ঠিলে বিশ্বের দরবারে।
ধর্ম সারণির উচ্চে ঠাঁই হলো ভারতবর্ষের, নিশান উড়ালে সনাতন ধর্মের।
নেইকো শেষ আশা প্রত্যাশার, তুমিই অহংকার, তুমি ওগো গর্ব মোদের।
যুবদের গুরু, কুমারী পুজার স্রষ্ঠা, জন্মদিন উদযাপিত এক নব সমাজের।

সুস্বাস্থ্যই সম্পদ, সামর্থই শক্তি, শিক্ষা আসলেই অবসান ঘটবে ভিক্ষার।
সর্ব ধর্মের সমন্বয়ে সম্প্রীতির ঐক্য বন্ধন, মনে বড় আশা ছিলো নব যোগীর।
অভিনয় নয়, অন্তরে ভালোবাসি তোমায়, মননে শপথ নিলাম দৃঢ় সংকল্পের।
হে মহাত্মা এসো আবার ফিরে ভাগ্যবানের ঘরে, আলো জ্বালো বিবেকের।

কর্মের জোরে নামের স্বার্থকতা আলোচিত, পূজিত বেলুড়ে আত্মজ্ঞানী সন্ন্যাসী মূর্তির।
প্রণাম তোমায়, পুষ্পাঞ্জলি দেই। জ্ঞানের সম্পদ তুমি আজ সারা বিশ্বের।

নরেন বিনা রামকৃষ্ণ, গুরু শিষ্যের ভাব, অমর কাহিনী, সন্দেশ বহে ভালোবাসার।
তোমারই ভরসায় রাত্রির অবসানে, দেখি কত-শত মহিমা উদিত সূর্যের।
প্রখর তেজে তেজস্বী তুমি, অবসান হোক মনের সংশয় ও অর্থহীন দুর্বল ভাবনার।
অমর জন্মদিন। আন্তরিক অভিনন্দন। সদাই গুরু হয়ে পথ দেখাও আমাদের।
আজকে আত্ম বলিদান দিবসও মর্যাদার, মোদের বেদনাহত গৌরবের।
অন্তরে উজ্জ্বলিত হোক উদযাপিত হোক বিবেকের, কাজের কাজ হোক সমাজের।।

0

Publication author

0
গ্রাম- ধলহরা, ডাকঘর- নেকুড়সেনী, থানা- দাঁতন, জেলা- পশ্চিম মেদিনীপুর, পিন- ৭২১৪৫১
Comments: 0Publics: 37Registration: 24-10-2025
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।