বিশ্ব নারী দিবসের কবিতা (দ্বিতীয় পর্ব)
বিশ্ব নারী দিবসের কবিতা (দ্বিতীয় পর্ব)
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী
সারা বিশ্বের কল্যাণকর
যাহা কিছু মহীয়ান,
পুরুষদের সাথে আছে
নারীদের অবদান।
করিছে সংগ্রাম দেশহিতে
অস্ত্র ধরি নিজহাতে,
সমান তালে যুঝিছে নারী
পুরুষের সাথে সাথে।
গৃহকোণে বন্দী নয় তারা
উঠিছে হিমালয় চূড়ে,
নারী জয়গান দিকে দিকে
আজি সারা বিশ্বজুড়ে।
উঠিছে ভূধরে ভাসিছে সাগরে
শূণ্যে উড়িছে বিমান,
করিছে সংগ্রাম শত্রুর সাথে
নারীরা দাগিছে কামান।
শোর্যে বীর্যে জ্ঞান গরিমায়
সর্বথা নারীর জয়,
জাগিছে অভয়াশক্তি মায়েরা
নাহি ভয় নাহি ভয়।
এসোমা কল্যাণী জগত্জননী
তুমি মা কল্যাণময়ী,
তুমি মা শক্তি মায়ের জাতি
হও মাগো বিশ্বজয়ী।
কবিতার পাতায় কবি আমি
গাই রমণীর জয়গান,
বিশ্ব নারী দিবসে জানাই
তাদের শ্রদ্ধা ও সম্মান।