প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

নীড়
হাকিকুর রহমান

নিরুপদ্রব অতিকায় দানবীয় শূন্য হাসি,
বড়ই কপটপূর্ণ সে হাসি-
যার মানে খুঁজে পাইনি আজো,
আর তা যেন, কবে কবে হয়ে গেছে বাসি।

ত্রিদিব না মর্ত,
তা নিয়ে ভাবার অবকাশ হয়নি কখনও-
শুষ্ক মরুদ্যানের পরিধিতে,
উদ্দেশ্যহীন আনাগোনা তখনও।

তমসায় ঘেরা নোনাজলে, নিরুদ্রেক সন্তরণ-
এ যেন প্রাণহীন দেহেতে, আবার হৃদয়ের উৎকরণ।

স্মৃতি বিহ্বলতা কাহারে হয়?
দেখি সারিবাধা কুহকের ভীড়,
নাকি পারিযায়ী পক্ষীকুলের
গোধূলিতে খুঁজে ফেরা নীড়।

0

Publication author

1
কবিতা হচ্ছে ভাবের প্রকাশ। তবে তা হতে হবে শর্তহীন। সুতরাং শব্দ খুঁজে ফেরা নিরন্তর .....
Comments: 2Publics: 340Registration: 05-12-2020
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

আপনি কি গল্প পড়তে ও লিখতে ভালোবাসেন? তবে বাংলা গল্প এবং অডিও স্টোরি প্রকাশ করার জন্য আজ‌ই যুক্ত হন আমাদের নতুন গল্পের সাইটে