বৃষ্টিস্নাতা তুমি
অবিরাম ঝরে পড়ে বৃষ্টি মুষলধারে,
জলের ঢেউ ভাঙ্গে চলন্ত গাড়ি রাজপথে ।
সত্যিই পাই না এমন বৃষ্টিস্নাত দিন,
তখন পড়ন্ত আলোয় ভালবাসা জ্বলে ওঠে মনে,
সত্যিই পাই না তোমায় এমন বৃষ্টিস্নাত দিনে।
ভেজা শাড়ি,ভেজাচু্ল,বৃষ্টিস্নাতা তুমি
হঠাৎ অসুস্থ হলে কে যে নেবে দায়
সে কথা ভাবোনি তুমি, ভাবায় নি আমায়,
ঝড়ের আভাস আনা গাঢ় ভালবাসায়
দুজনে মথিত হই যুগল বন্ধনে সুখের আশায়।
দেহেও অনেক আছে অজানা বিস্ময়
মানব-মানবী সুখের খোঁজে আজ দেহারতিময়,
তোমার চোখ মুখ কপাল চিবুক
আদরে আদরে ভরে তোমার হৃদয়।
সঞ্চিত জল ফুরিয়ে গেলে বৃষ্টি থেমে যায়,
আমাদের ভালো লাগালাগি শেষ হয়ে যায়।
কত কাজ বাকি বলে তুমিও যাও চলে,
টেবিলেতে আধ কাপ চা ফেলে।
সেদিকে অপলক তাকিয়ে থাকি দীর্ঘ শ্বাসে
নিবিড় নিঃসঙ্গ দিন আবারও ফিরে আসে।