বৌ-শ্বাশুড়ি
বাবা -মায়ের পছন্দের ছেলেকে বিয়ে করে পেলাম আমি স্বামী।
বছর খানিক ঘুরতে না ঘুরতেই দু’জনার মধ্যে হয়েগেল ভাব খানি,
তাই না দেখে শ্বাশুড়ি মা হয়ে ওঠে সাপ,
মা আমার শোনে বলে ‘বাপরে বাপ’!
মিষ্টি মিষ্টি কথায় সকলকে সে পটায়।
শ্বাশুড়ি মায়ের অভিনয়ে
স্বামী আমার যায় গলে,
আমি ভাসি চোখের জলে।
ঘুরতে যাওয়া, কফি হাউজে কফি খাওয়া, ভালোবাসার কথা বলা
সবই আজ হয়েগেছে দিশেহারা।
খাবার একটু মন্দ হলে,
মন ভরে কথা ছুরে।
ছেলের যোগ্যতা নিয়ে করে বড়াই,
তাই নিয়ে চলে লড়াই!
শ্বাশুড়ি মায়ের কথা শোনে,
রাতের ঘুম যায় উড়ে।
সংসার জীবন হয়ে ওঠে জটিল,
পদ্ম পাতার এক ফোঁটা জলের মতন
টিকে থাকা হয়ে ওঠে কঠিন।
জীবন থেকে বহু বসন্ত চলে গেল,
ডিপ্রেশনে জীবন ভরে গেল।
সালমা