ব্যথার কাল
18 total views
এখন বর্ষাকাল না ব্যথার কাল
বুঝতে পারি না,
বৃষ্টি ছুঁক বা না ছুঁক
ব্যথা ছুঁয়ে যায় অধিকাল,
এর হাতটা বেশ লম্বা,
আইনের মত,
আরও একটা গুণ আছে,
এটা অমর,
মরেও না সরেও না,
কর্নওয়ালিসের চিরস্থায়ী বন্দোবস্তের সাথে
বাসা বাঁধে হৃদয়ে
অনন্তকাল।
Subscribe
Login
0 Comments