ব্যর্থতা-২৯
ব্যর্থতা-২৯
– অভিজিৎ হালদার
সে আমার কল্পনার সেনোরিটা
আমারি শিরদাঁড়ার আলোআশা
দেখেছি তাঁকে নীলাভ রোদ্দুরে
ভালোবাসার ঠিকানা হলদে কাগজে
এখানে প্রান্তরের নোঙরে বেঁধেছি ঘর
আশার প্রদীপ জ্বেলে যাই জোনাকি
পূর্ণিমা রাতে মনে হয় ছুঁটে চলেছি
কোনো নাম না জানা পাখির দু’ডানায় ভর করে।
অসহায় হৃদয়ে মহানায়িকা মনে হয় ছুঁটে চলে যায়
হৃদয়ের স্পর্শ থেকে বহু দূরে
একটি যুগ মুখ উঁচু করে দাঁড়িয়ে রইল
আমি থামলাম
তারপর এক সময় পেরিয়ে অনুভবে তুমি ধরা দেও
পুরুষ হরিণের হরিণী হয়ে
কেবলি নীল চোখে মুছে যাওয়ার মতো সর্বগ্রাসী ক্ষুধা মেটানোর চেষ্টা বাকিটা সেখানের খিদা
রয়ে যায় যাযাবরের হৃদয় ছিন্ন করে