ব্যর্থতা-৫
![]()
আমারি বিরহে কত রজনী গেছে পেরিয়ে
মুখ থেকে কথা কেড়েছে কে ?
নাম জানিনা ঠিকানা জানিনা
কিংবা নেই খোঁজ তাঁর,
গোলাপী শহরের পথে মানুষের ব্যস্ততা
সন্ধ্যা প্রদীপের আলো ঘরে জ্বালিয়ে প্রেম আসে জীবনে।
কি সুন্দর এই বেঁচে থাকা
কতোই না নিদারুণ ব্যর্থতার পরিচয় পাওয়া
তবুও জীবনে চেয়ে থাকা শূন্যতা জুড়ে সমস্ত পরিপূর্ণতার কাহিনী নিয়ে আসে ভালোবাসার নীল বেদনা।
বুকের ভেতর কেমন যেন করে একটা
অজস্র যন্ত্রনা শুরু হয় দিনে দিনে
সমস্ত মানবের শরীরজুড়ে।
Subscribe
Login
0 Comments
Oldest
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)