ব্যর্থতা-৬৪
তুমি খুব দুঃখ দিয়েছো আমাকে
যতটা দুঃখ দিলে একটা পুরুষের হৃদয় শুকিয়ে যায় উষ্ণ মরুভূমির বালির মতো, তাঁর চেয়েও ঢের বেশি দুঃখ পেয়েছি আমি
হৃদয়ে আর জল নেই তাই কাঁদলে আর চোখ দিয়ে জল ঝরে না , নেমে আসে দুচোখে অন্ধকার।
ভারতের প্রতিটি রাজ্যে আমার হৃদপিন্ডের টুকরো একটি একটি করে ছড়িয়ে দেওয়া হয়েছে নিদারুণ ভাবে, তবুও আমি কিছু বলিনি কারণ
সেই টুকরো হওয়া হৃদপিন্ড থেকে একদিন একটি একটি করে প্রেমবৃক্ষ জন্ম নেবে অনায়াসে
সেই বৃক্ষের ফলই একদিন তোমার নরম সুন্দর ঠোঁট স্পর্শ করবে!!
Subscribe
Login
0 Comments
Oldest