Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Post Type Selectors

বুকের গহীণে সমুদ্র

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

বুকের গহীণে সমুদ্র বয়ে যায়
তার ছোট ছোট দুঃখ কষ্ট সব
দীর্ঘশ্বাসে পাখা মেলে
মিশে যায় নোনা জলে ।

এক জনমে সমুদ্রকে ভালোবেসে
মিটিলনা সাধ আর
নীল বেদনার অর্গল খুলে সব
জলের নিনাদে ঢেউ হয়ে আছড়ে পড়ে
বুকের গহীণে ।

হৃদয়ের বালিয়াড়িতে ছুটে চলে
লালকাঁকড়ার দল
শুষে নেয় সব আনন্দ,বেদনা
পরে রয় গহ্বরে নীরস ক্ষত সব ।

শৈশব,কৈশোর ,তারুণ্য পার হয়ে
টগবগে যৌবন এখন
কালের দ্রোহে আগুয়ান,
অভিমান সব নোনা জলে মেখে জলস্রোতে বহমান ।

আয়ত দু’চোখ সুদূর প্রসারি
নীল বেদনার র্আতছবি আকিঁ
অনাগত দিনের পরিণতি ভাবনায়
নিশ্চিহ্ন হয়ে পড়ে অনুরক্তির সূচনা ।

ব্যথর্তার আহাজারী সব পুঞ্জীভুত হয়ে
জ্বলন্ত আগ্নেয়গিরি ফোঁসে উঠে একদিন
নীল জল ধেয়ে আসে তীরে,তীব্র আক্রোশে
লন্ড ভন্ড করে দিয়ে সব সোনামী বর্ষায় ।

তারপর থেকে ঘৃনীত পাষাণে
সমুদ্র হয়ে পড়ে নিরব,নীথর
জাগেনা তার বুকে নীল জলের ঢেউ
উড়েনা গাঙচীল,সাতঁরায়না আকাশ ।

তবুও বুকের গহীণে সমুদ্র বয়ে চলে
তবুও ভালোবাসি,ভালোবাসি আজন্ম সাধে
তার ছোট ছোট দুঃখ কষ্ট যত
ফুসফুসে দীর্ঘশ্বাস হয়ে
বুকের গহীণে যেয়ে মিশে ।।

0

Publication author

offline 1 year

অমি রেজা

0
জন্ম-ঢাকা,পড়াশুনা-এম.কম(ঢাকা বিশ্ব বিদ্যালয়),লেখালেখি-একক গল্পগ্রন্থ,বেশ কয়েকটি যৌথ কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে।
Comments: 5Publics: 21Registration: 20-09-2022
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

আপনি কি গল্প পড়তে ও লিখতে ভালোবাসেন? তবে বাংলা গল্প এবং অডিও স্টোরি প্রকাশ করার জন্য আজ‌ই যুক্ত হন আমাদের নতুন গল্পের সাইটে