ব্যর্থতা
![]()
তিলোত্তমা নগরীর পথে
আমি আজো ক্লান্ত হইনি এতটুকুও
রোজ রোজ জ্যামিতির নতুন ফর্মূলা শিখে
সাহিত্যের ভাষা কি অদৃশ্যের রেখা টানে….!
যুগের হাওয়া বদলে গেছে
আমার নেইতো জীবন
আমি মানুষ ছিলাম না ;
চর্তুবেদী সমাধির পিরামিড….
তারা হয়ে আকাশের কোণে জ্বলে।
আগামী পৃথিবী আলোকিত হোক
আমার কিঞ্চিৎ সাফল্যের চোখের জলে
আমি আরো বেশি বেড়ে উঠবো
ক্ষয়ের মানচিত্র এঁকে।
আমি আর কখনোই আসবো না ফিরে
তবুও আসতে আমায় হবে দেনার দায়ে
প্রজাপতির চোখ থেকে ছিটকে এসে
চুকিয়ে দেবো সকল দেনা
মুক্ত আকাশের পিপাসার ছায়াঘেরা ঘন রাতে।
Subscribe
Login
0 Comments
Oldest
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)