ভরাবো দুটো হাতে
166 total views
ডালি ভরা ফুল আর,
একলাটিমন,
এক সাথে বেঁধে জোড়,
ফাগুনেদেয় ডুব।
এত ফুল, ফুটে থাকে,
রঙে ভরপুর,
চুপি চুপি এসে বসে,
শূন্য যে বুক।
ও’গো মেয়ে, চিনে নাও,
চিরদিনের তরে,
নই আমি শুধু ফুল,
পেলে তুমি খুঁজে।
এবারে তবে নাও তুলে,
আর না,বসে থেকে,
মাটিতে না ঝরে পড়ে,
ভরাবো দুটো হাতে।
Subscribe
Login
0 Comments