ভালবাসার দিবস
304 total views
Md Shamsuddin Howladar
বেহায়া দিবস ভিন্ন ভাবে
করা হচ্ছে পালন।
১৪ই_ ফেব্রুয়ারী করছো
নিজ উদ্দেশ্য লালন।
নির্লজ্জ বেহায়ার মতো আজ
করছো দিবস তুমি।
১৪ই_ ফেব্রুয়ারীর নামে
কেন করছো দুষ্টুমি।
প্রেমিক প্রেমিকা আজ অন্ধ
নোংরামীতে সেরা।
বিভিন্ন সাজে পার্কে পার্কে
করছে ঘোরাফেরা।
আজ ভালোবাসার বড় অভাব
করতে হয় তার প্রমাণ।
প্রমাণ করতে গিয়ে দিচ্ছে
বিলিয়ে মান সম্মান।
পবিত্র ভালোবাসা কে
আমি সম্মান করি।
যে নোংরামি করে তাদের
মুখে তুতু মারি।
Subscribe
Login
0 Comments