ভালোবাসি বল’লে
![]()
তোমাকে ভালোবাসি বল’লে যদি আমৃত্যু কারাদণ্ড হয়
কারার ঐ লৌহকপাট ধরে বলবো —
ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি।
তোমাকে ভালোবাসি বল’লে যদি ফাঁসির আদেশ হয়
ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে বলবো —
ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি।
তোমাকে ভালোবাসি বল’লে যদি হেমলক বিষ পান করানো হয়
বিষের যন্ত্রণা সহ্য করতে করতে বলবো —
ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি।
তোমাকে ভালোবাসি বল’লে যদি তপ্ত রোদে এক পায়ে দাঁড় করিয়ে রাখা হয়
তপ্ত রোদে চামড়া পুড়া গন্ধ নিয়ে বলবো —
ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি।
তোমাকে ভালোবাসি বল’লে যদি শূলে চড়ানো হয়
শূলে চড়তে চড়তে বলবো —
ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি।
০৭/১১/২০২২ইং, সৌদি আরব
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)