ভালোবাসি
তোমায় ভালোবাসি
তোমার মোটা মোটা ফ্রেম কেও ভালোবাসি
তোমাই ভালোবাসার জন্য কোন কারণ পাই না
তাও ভালোবাসি
কেন অত ভালোবাসি ?
জানিনা হয়তো বা ভালোবাসতে ভালো লাগে
তাই বাসি
তোমার গায়ের গন্ধ কেও ভালোবাসি
তুমি বলো গায়ের গন্ধকে কেও ভালোবাসে
আমি বলাম ভালোবাসলে সব কিছুই ভালোবাসতে হয়
তুমি বলো ওকে থামো
একটু দাড়াও
তোমায় ভালোবাসতে দাঁড়াতে পারবো না
ভালোবাসতে দাড়ি কমা লাগে না |
Subscribe
Login
0 Comments
Oldest