প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

কোন জনমে কেইবা প্রথম
ডাকিল কারে কোন ইঙ্গিতে
প্রথম ভাবের আদান হইল তখন
না জানি তা ছিল কোন ভঙ্গিতে।
সেই হল শুরু, ছিল না তা ভাষা
শুধুই ভাবের আদান প্রদান
ক্রমেই ইঙ্গিত হইল কথা,মানুষ পাইল ভাষা
এই ছিল বিধাতার বিধান।
কত আকারে কত প্রকারে
কতই না মধুর স্বরে
কত জনেরে কত জন ডাকিল
কতই না আপন করে।
মানব ডাকিল মানবীরে
আর সন্তান ডাকিল মায়
কত আবেগ মিশিল তাহাতে
কত আদর জড়াইল তায়।
পরানের কথা বলিল ভাষাতে
দুখ-সুখ-শোক মিশায়ে
শুনিল তা কেহ, জুড়াইল পরান
কারো বা মন উঠিল বিষায়ে।
কত শত জনে কত শত স্বরে
কত শত হইল ভাষার বাহার
মুখ হতে মুখে দেশে দেশান্তরে
কত বিচিত্র রুপ হইল যে তাহার।
স্রষ্টা কহিল তার কথা খানি
সৃষ্টি বুঝিল তার ভাষায়
সৃষ্টি ডাকিল স্রষ্টারে কত কি বলি
কত কি না আশায়।
কবিরা কহিল প্রাণের কথা
ছন্দে গানে আর কবিতায়
সে সব হইল লিখিত, যুগ যুগ ধরি
কত শত কত কি ভাষায়।
মায়ের ভাষা বলিয়া কথা!
কত জনে দিল প্রাণ
মুখের বুলি করিল রক্ষা
হায়! সেই দান কতই না মহান।
ভাষায় ভাষায় মিলিল সবে
গাঁথিল জীবনের জয়গান
মানুষে মানুষে এত প্রেম,এত সম্প্রীতি
সব বুঝি এই ভাষার ই দান।

0

Publication author

offline 10 months

Md. Jayed Aziz

0
মো: জায়েদ আজিজ
Comments: 0Publics: 2Registration: 24-02-2024
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।