ভিনদেশী
আকাশ ভাগ হয়নি বলে
এখনও মানুষ এক ছাদের নীচে।
উথালি পাথালি মেঘ বাদলে রোদ বৃষ্টির একতার গান
মাটির জমিনে মাটি আঁকড়ে মানুষ ছুঁয়ে মানুষের কলতান।
শূন্যের নিবিড়ে পৃথিবীর সুরভিতে নিকিয়ে চৌকাঠ উঠান।
মানচিত্র, দেশের সীমান্ত আঙুল দেখিয়ে বলে দিতে আসে
ফিরে যাও, নিজের নিজের বসত ঘরে।
ভুলে যাও, কোনদিন তোমার মাথার উপর আকাশ ছিলো।
পাখির ডানা জানেনা ‘ভিনদেশী’ কাদের বলা হয়েছিলো।
স্বাধীনতা শব্দ এলোই বা কি করে ?
পাখি নদী বাতাসের হিন্দোল
শিকলে বেঁধে পেরেছে কি শাসাতে
সীমার সীমান্ত? খবরদার! ‘যেতে নাহি দেবো ওপার’।
সীমারেখা বেড়া মানুষী কোন্দল
আগলে চৌকি মূর্খতার মুখোশে প্রকৃতির গর্ভে জন্ম যার!
Subscribe
Login
2 Comments
Oldest