শারদ সংকলন-১৪২৭ কবিতা মালা
আগমনী গীতি কবিতা (দ্বিতীয় পর্ব)
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী

সাদামেঘ দলে দলে আকাশেতে ভেসে চলে
শরতের আজি আগমন,
সবুজ মাঠের পরে সোনালি রোদ্দুর ঝরে
মৃদু মন্দ বহে সমীরণ।

ফুটিল কমল কলি ধেয়ে আসে যত অলি
পুঞ্জে পুঞ্জে করে গুঞ্জরণ,
সরোবরে স্বচ্ছ জলে মরাল মরালী চলে
অপরূপ মধুর মিলন।

গাঁয়ের পথের ধারে কেয়াফুল সারে সারে
ফুলবনে ফুটিল টগর,
ফুটিল শিউলি বেলি মল্লিকা জুঁই চামেলি
গুন গুন করে মধুকর।

অজয়ের দুইপারে কাশফুল ধারে ধারে
সাদা বক বসে নদীচরে,
অজয় নদীর ঘাটে নিঝুম মধ্যাহ্ন কাটে
আকাশেতে শঙ্খচিল উড়ে।

বেলা যেই আসে পড়ে অজয়ের নদীচরে
পশ্চিমেতে রবি অস্ত যায়,
শরতের চাঁদ উঠে একে একে তারা ফুটে
নদীজল হাসে জোছনায়।