ভেগাবাইন ডেস্টোপিয়া
ভেগাবাইন ডেস্টোপিয়া
— শশিভূষণ পাত্র
রোদের আলো পড়লো বুকে
তোমার ঘুম ছুঁয়ে,পরে মহানগরীতে।
আমি হাত ছড়িয়ে জানালায় স্নিগ্ধ বাতাসে
একমুখ মেখে বসে অপেক্ষাতে।
কার্তিকে যে ফাগুন আসে বুঝিনি
অহরহ করে উর্বর আষাঢ় বান ভাসি হল।
লুকিয়ে থাকা যৌনতা বন্দুকের ডগায়
পশ্চিমের কাল বৈশাখী ঢাকে।
বুকে তার মধ্য রাতের বিষ্ফোরিত দহন
জ্বলছে উনুনে কামনার আগুন ।
সে প্রহরী কাল গেছে চলে,
কোমল শরীর কাটছে স্নেহের ছুরি।
বলি,জীবন দিতে পারবো?
যদি উপত্যকায় রাখি ঠোঁট।
Subscribe
Login
3 Comments
Oldest