Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Post Type Selectors

মজলুম সাঁই” –মোঃ রহমত আলী

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

মজলুম সাঁই –
============
মোঃ রহমত আলী
============
চলে কলম বনে লিখে তরবারি,
সাক্ষী হার জয়ের উজ্জ্বল
টুকরো কাগজ খানি।
আঘাতের ক্ষতে ব্যথিত বেত,
আঘাতকারী দুশমন আজি,
ছিলে যে কভু সে বন্ধু মোর বেশ।
বদনামের বদলায় করছে
সে হামারি নামের নাম।
জীবন যুদ্ধে হেরে আমি
গাই তার জয়ের জয় গান।

বলে লেখা কাগজের অতীত কথা,
কাটাকাটি তে ফুরায় শিহাই সবটা।
ভুলে বাঁধন গেল খুলে,
কলমের সব দোষ গুনে।
দরকারে’র দরবারি,দোয়া
করে কে কারি,কাজী ও রাজি।
কুনামের মান রটিলো সুনামের ঊর্ধ্বে,
জিন্দা দিল জালিম সর্ব ফুলেল স্বর্গে,
মজলুম সাঁই সব জুলুমের গভীর গর্তে।

হলে হবে আর এ শেষ কবে কি ?
কানুন কিনুন একমুখী শান্ত।
ভেঙে খাঁচা উড়ে পাখি স্বাধীন,
সুখে যদি সমুদয় সত্য লিখতো।
শঙ্খ শখের আজও বন্দি দুঃখের,
নিয়মের কবুল করেনি কোকিল।
ভণ্ডের ভক্ত বহু ভরপুর,
শালিকের ঘরে শকুনের সুখ।
মজলুম চিনে জেনে যুগে যুগ,
জুলুম চলে রাতদিন চৌদিক,
মহা সবুরের শেষে ইনসাফ ঠিক !

০৩.০৩.২০২৩

0

Publication author

offline 9 months

mdrahmatali

2
আস্সালামুআলাইকুম
mdrahmatali566.blogspot.com
Comments: 5Publics: 47Registration: 04-01-2023
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।