মনের শক্তি

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

আমার ভাবনার ভিতরে এক শক্তি কাজ করে

রাগ নেই,দ্বন্দ্ব নেই, নেশা নেই;

মানুষের অন্তরের ভিতরে এক শক্তি কাজ করে

এ তো এক মনের শক্তি;

আমি পারি ভালোবাসতে তারে;

তার স্বপ্নে হানা দিয়ে

মরি আমি অনুভূতির জগতে,

তাকে আমি চোখে দেখিনি

তবুও আমার হৃদয়ে, সকলের হৃদয়ে

অদ্ভুত এক শক্তি কাজ করে।

কঠিন এক মানে-

সহজ মনে হয়।

 

 

আমার মনের মতো কে ভালোবাসতে পারে!

কে বলিতে পারে প্রেমেরই মানে!

শূন্য থেকে শুরু হতে হতে শতকে

উপস্থিত হতে পারে;এ এক মনের শক্তি।

কে জানিতো তার মানে!

আমাকে আপন করতে পারে;

পৃথিবীতে জন্মেছি বোধ হয়

তার মনের বীজ বুনে,

এখানে বেড়ে উঠছি,দেখেছি

শরীর আমার জন্মভূমি।

 

0

Publication author

1
লেখক-অভিজিৎ হালদার গ্রাম-মোবারকপুর পোষ্ট-ফতেপুর থানা- হাঁসখালী জেলা-নদীয়া পশ্চিমবঙ্গ ভারতবর্ষ আমি নিজেই নিজের শত্রু তাই তো বিরহ বারে বারে ফিরে আসে।
Comments: 1Publics: 555Registration: 15-04-2021
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।