মন
মন বাড়িয়ে মনের কাছে
দূর সীমানা দূর নয়
আলেখ্য জীবনের ইতিহাসে
ঝরে যাওয়া পাতা খুবই হীন।
যেদিন আমি বন্দী দশায়
বদলা বদলির বনিতায়
শিউলি আর পলাশের ফুলের ক্ষয়ে যাওয়া
আজই যেন বসন্তের চৈএমাস।
নেই কিছু
এখানে সমুদ্র
অন্ধকারের মতো জীবনের রেখাপাত
ব্যবধান আছে শুধু শিরার রক্তে ;
মন সেও খুব দীর্ঘ কিছু
ভালো ও খারাপের সংমিশ্রণ
যেদিন এই মন ছিল
সব আলো হৃদি নিলো।
তবুও এই মন খুবই বাড়ন্ত
মাইলের পথ ছুঁতে চাই একনিমেষে
অভাবের তাড়নায় কত জল মেরেছি
চোখের কোণে, তাঁর খোঁজ কেউ নিলো না !
তবুও আমার মনটাই বেশি প্রিয়
রাতের মাঝে জোনাকির গল্প বুনে
আমি ঘুমিয়ে যায়, কোনো এক
নাম না জানা মানচিত্রের দেশে।।