বৃষ্টির দিন – অর্ঘ্যদীপ চক্রবর্তী

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

সারাদিন গগন জুড়ে
ছেয়ে আছে গুরুগম্ভীর জলদেরা,
তারা কভু শান্ত কভু রুদ্র তালে গর্জে ওঠে।
ভেসে চলে এ প্রান্ত থেকে ও প্রান্তে উদাস ভাবে,
তাদের হতে ঝরা বারিধারার কোনো ক্লান্তি নেই।

মাঠ জুড়ে হরিৎ রেখা গেছে মুছে,
শুধুই এখান ওখানে জমে আছে জল।
দুরন্ত ছেলের দল ছুঁড়ছে কর্দম এ ওর দিকে,
ভিজছে তারা একনাগাড়ে।

পুকুরঘাটের সিঁড়িগুলি সব গেছে ডুবে,
কানায় কানায় তার জল।
মরাল মরালীরা ভেসে বেড়ায় পুলক চিত্তে,
মৎস্যেরা জলকেলি করছে,
আনন্দ তাদের ধরে না ক্ষুদ্র প্রাণে।

গাঁয়ের মেঠো পথ ধরে কাঁখে কলস নিয়ে
অতি ধীর পদে এগিয়ে যায় কোনো বালা।
চাষীর দল মাথা গাত্রমার্জনীতে ঢেকে
ফিরছে গৃহের পানে।

গাভীরা ডেকে ওঠে ক্ষণেক তফাতে গোয়াল ঘর হতে,
কুকুরগুলি ঝিমোচ্ছে দোকানঘরের উঠানে।

সারাদিন ঠায় বসে থাকি গবাক্ষ পাশে
কখনও বৃষ্টির অঝোরধারার গতি ক্রমে হয়ে আসে ক্ষীণ,
উদাসীন ভাবে চেয়ে থাকি অম্বরের পানে।
একটানা কদমের সুবাসে আর বৃষ্টির টুপটাপ শব্দে-
মন চলে যায় কোন এক কাব্যের জগতে,
তাই রচে চলি কত কাব্য কাহিনী আপনার মননে।

0

Publication author

1
আমার নাম অর্ঘ্যদীপ চক্রবর্তী।
ডাক নাম সঞ্জু। জন্মস্থান:- ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নদীয়া জেলার কৃষ্ণনগর শহরে। বর্তমান বাসস্থান:- পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগণা জেলার বারুইপুর শহরে।
Comments: 4Publics: 176Registration: 18-04-2023
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

আপনি কি গল্প পড়তে ও লিখতে ভালোবাসেন? তবে বাংলা গল্প এবং অডিও স্টোরি প্রকাশ করার জন্য আজ‌ই যুক্ত হন আমাদের নতুন গল্পের সাইটে