মল্লিকাদি
কিছুটা ফুলের মতো ছিলে তুমি,
খানিকটা আগুন।
এখন শূন্যতা অনুভব করি।
সুগন্ধ রেখে ফুল ঝরে গেছে,
আগুন নিভে গেছে,
রয়ে গেছে তাপ।
সেই ঘ্রাণ, সেই উষ্ণতা
কন্যাভ্রূণ হয়ে আমার গর্ভে আসুক
আদর করে ডাকব মল্লি।
** ** **
কবি মল্লিকা সেনগুপ্ত’র স্মৃতিতে এই কবিতাটি লিখেছিলাম। ২০১১ সালের জুন মাসে রচিত এই শ্রদ্ধার্ঘ নিত্যিকার একটি খবরের কাগজে কবিতার পাতায় প্রকাশিত হয়েছিল।
Subscribe
Login
0 Comments
Oldest