মহাপ্রলয়
12 total views
সমুদ্র মন্থন হতে উত্তোলিত হোলাহলে
ক্ষিতি-অপ-তেজ-মরুৎ -ব্যোম চঞ্চল
পৃথিবী মনে হয় তলিয়ে রসাতলে
গগনে মেঘগর্জনে ক্ষিপ্ততা আসমুদ্রহিমাচল।
কৃষক আজ কাটছে না ধান
লাঙ্গল অচল বন্ধুর চাষবাস
রাখাল বালক আর গাইছে না গান
মাঠ ভর্তি শুধু জমে মরা ঘাস।
দেশে বিদেশে এখন আর্তনাদ হাহাকার
আকাশে বাতাসে শুধুই মৃত্যু বিভীষিকা
অজানা আত্মা যেন দেহে করেছে ভর
সর্বগ্রাসী সর্বনাশী মারণ নিমেষে ছারখার।
গ্রামকে গ্রাম উজাড় শহর ভর্তি লাশ
শুধু জ্বলছে চিতা জ্বলছে অন্তহীন সময়
নগরে প্রান্তরে জন নগ্ন অন্তরে হাঁপাচ্ছে নিঃশ্বাস
হাপুস-হাপুস পড়ছে জাগছে মৃত্যুপুরী মহাপ্রলয়।।
কলমে : অমর শ্রীমানী
Subscribe
Login
0 Comments