মানবতার কবিতা
![]()
মানবতার কবিতা
কলমে – সুব্রত পন্ডিত
মানুষের রক্তের রঙ এক,
বর্ণে কেউ মাঝারি, কেউ কালো, কেউ ফর্সা– তবুও হৃদয়ে বয় একই স্রোত।
চোখের জলে ভাষা একটাই– দুঃখের, বেদনার, নয়তো ভালোবাসার নীরব স্রোত।
মানুষ যদি মানুষকে না বোঝে, তবে শূন্য– সবই শূন্যের স্রোত।
কেউ বলে- ধর্ম ভিন্ন, জাত ভিন্ন, ভাষা ভিন্ন, দেশও ভিন্ন,
তবু প্রশ্ন জাগে- মানবতা কি তাতে হয় বিভিন্ন?
একই আকাশ, একই সূর্য, একই বাতাসে আমরা বাঁচি,
তবু কেন ঘৃণার দেওয়াল তুলে রাখি, আর ভালোবাসায় চালাই কাঁচি।
চলো আজ হাতে হাত রাখি,
ভালোবাসার সুরে নতুন পৃথিবী গড়ি– যেন একটি পরিষ্কার আয়না।
যেখানে না থাকবে ভেদাভেদ, না থাকবে ঘৃণা,
থাকবে শুধু মমতা, বন্ধুত্ব, আর ভালোবাসার গন্ধে ভরা বীণা।
মানবতার ধর্ম একটাই– মানুষ হওয়া,
এই ছোট কথার ভেতরেই লুকিয়ে আছে সৃষ্টির সবচেয়ে বড়ো ভাষা।
তুমি মানুষ, আমিও মানুষ,
তাই তো পৃথিবীটাকে সুন্দর করা আমাদেরই দায়িত্ব, আমাদেরই আগামীর আশা।
চলো, আজ মানবতার পথেই হাঁটি–
যেখানে “মাটির মানুষ” ডাকটি-ই হলো– পরিচয়ে বড়ো, বড়ই খাঁটি।
ভালোবাসা হোক আমাদের একমাত্র ভরসার ছাতা,
আর পৃথিবী হোক সবচেয়ে পবিত্র আশ্বাস–
একটাই চিরন্তন মানবতার কবিতা।।
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)