“মানবতার মুক্তি”

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

“”””মানবতার মুক্তি””””

আমি তো দেখেছি কত ফুলের কান্না শতবার
নিঝুম রাতের হাওয়ায় ভাসে শত আত্মার হাহাকার।

মস্ত দালানে,আমোদ-প্রমোদে মনে যে খুশির ঢেউ,
কত পথ শিশু না খেয়ে আছে সে কথা ভাবেনি কেউ।
বর্ষার রাতে,খইভাজা হাতে প্রিয়তমার সাথে মুভিতো দেখছে ঐ
চাল ফুটো ঘরে,চুঁইয়ে পানি পড়ে সেই অভাগীরা গেল কই?
মাস্টার্স পড়ে,লন্ডন ঘুরে শিক্ষিত হয়ে গড়বে সোনার দেশ
আর অর্থের টানে,ফি দিতে না পেরে কত ছাত্রের স্বপ্ন শেষ।
শীতের সময়ে,রঙিন পোষাকে বনভোজন তো জমছে বেশ
ছেড়া কাঁথা মুড়িয়ে,ভাঙা ঘরে থেকে কত বৃদ্ধ-শিশু হচ্ছে যে নিঃশেষ।
ইদ এসে গেছে,সবই কিনেছে ,বাহবা পেয়েছে সবচেয়ে দামি যেটাই
আর বস্তিতে থাকা ছেলে মেয়েদের ইদ বলে কিছুতো নাই।
দামি ফোন আছে,বাইক ও কিনেছে স্বপ্ন পূরণ করেছে বাবা
আর ওদিকে,টাকার অভাবে কত রোগী পাইনি সঠিক সেবা।

দিগন্ত থেকে,কন্ঠ ভেসে আসে মানবতার কত স্লোগান শোনা যায়
সেই স্লোগানের অন্তরালে কত আত্নার চিৎকার পড়ে রয়।

কথাটা মিথ্যা নয়
মানবধর্মের জয়গান গেয়েও তার হয়নি এখনো জয়।

কলমে
তামিম হাসান

0

Publication author

0
জন্মেছি সত্য হতে, সেরা হতে নয়।অসাম্য আর অন্যায়ের বিরুদ্ধে আমার কলম চলবে।আর ভয়? সেটাতো সৌখিনতা।
Comments: 0Publics: 1Registration: 28-10-2022
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

আপনি কি গল্প পড়তে ও লিখতে ভালোবাসেন? তবে বাংলা গল্প এবং অডিও স্টোরি প্রকাশ করার জন্য আজ‌ই যুক্ত হন আমাদের নতুন গল্পের সাইটে