খোলা চিঠি

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

খোলা চিঠি

 

প্রিয় মানবতা,

তোমাকে আজ বেশ পড়ছে মনে,

তোমাতেই যেন বড় বেশী প্রয়োজন।

প্রার্থনা করি-

আমাদের আরাধ্য ইচ্ছেদের

অকৃপন ভালবাসায় সিক্ত হোক

তোমার বরণ ডালা,

তোমার জাগরণে শুরু হোক

সাম্যের জয়গান………………….

”মানুষ মানুষের জন্য” ।

আর এ শ্লোগানের হাত ধরেই

সূচিত হোক – দিন বদলের পালা।

প্রিয় মানবতা, সেই যে কবে

তুমি ঘুমিয়ে পড়লে!

আর জাগলে না।

এবার জাগো তোমার

একপেশে ঘুম ফেলে।

চোখ মেলে দেখ কারা বিশ্ব বিনাশী?

অবশ্য এতদিনে তুমি হয়তো

জেনে গেছ – অহিংসা যারা মানে

পরম ধর্ম এই ব্রহ্মান্ডে!

তাদেরই আয়োজন দেখ

সহিংস কর্মকান্ডে।

আরাকান আজ বিলুপ্ত জনপদ।

নব্য ভিক্ষুর হিংস্র বাণী

চালাও খুন, লুন্ঠণ রাহাজানি।

জ্বালাও – পোড়াও,

ওদের তাড়াও।

ওরা আপদ!

ওরা মুসলিম,

ওরা রোহিঙ্গা

ওরা শ্বাপদ।

প্রিয় মানবতা,

আজ বড় মজলুম!

এই মুসলিম জনতা।

ফিলিস্তিন কিংবা চীন,

সিরিয়া অথবা চেচনিয়া।

মায়ানমার থেকে কাশ্মির

ইরাক-সিরিয়া-লিবিয়া;

আফগান থেকে বসনিয়া

হোক ইয়েমেন-সোমালিয়া

উইঘুর কি রোহিঙ্গা? কাশ্মিরি?

নাকি আফগান সিরিয়ান?

নারী, শিশু, জোওয়ান

মৃত্যুর মিছিলে শুধুই মুসলমান।

কী ভয়ংকর শ্লোগান!

ওরা মুসলিম, ওরা জঙ্গী, ওরা আতঙ্ক,

মারো মারো যেখানে পারো ওরা পতঙ্গ।

প্রিয় মানবতা, আর ঘুমিয়ো না!

খোলা চিঠি রইলো তোমার কাছে।

এবার জাগ্রত হও – সমহিমায়

তোমার আপন সত্তার সকাশে।

0

Publication author

offline 1 year

Md. Moktarul Alam

0
NGO Worker
Comments: 0Publics: 43Registration: 20-10-2020
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

আপনি কি গল্প পড়তে ও লিখতে ভালোবাসেন? তবে বাংলা গল্প এবং অডিও স্টোরি প্রকাশ করার জন্য আজ‌ই যুক্ত হন আমাদের নতুন গল্পের সাইটে