মিনতি মোর
142 total views
কহো, কহো, ওহে কহিয়া যাও
এ রহে মিনতি মোর-
বহো, বহো, তুহে বহিয়া যাও
খুলে দিয়ে প্রীতি ডোর।।
ছাড়িয়া নিদ্রা, ভেবেছিনু যবে
সাথে যাবো তব সঙ্গে,
মাঝপথে হেরি, হইলো যে দেরী
কাটিলো যে কাল রঙ্গে।
খুলিয়া নেত্র, চেয়েছিযে পিছে
পাইনিতো কোনও চিহ্ন,
সারাপথ জুড়ে, দিয়ে গড়াগড়ি
বুকেতে বেঁধেছি বিহ্ন।
তবুও কাঁদি হে, পথপানে চাহি
ফিরিবেক কোনও ক্ষণে,
ভাবিতে পারিনে, হারায়ে গিয়াছো
তবু গাহি আনমনে।
Subscribe
Login
0 Comments