মৃত্যুর ত্রিশ সেকেন্ড আগেও

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

মৃত্যুর ত্রিশ সেকেন্ড আগেও যদি তোমাকে পাশে পাই
হামাগুড়ি দিয়ে দাঁড়িয়ে তোমার গোলাপের পাপড়ির মতো গোলাপি ঠোঁটে উষ্ণ চুম্বন দিয়ে হারিয়ে যাবো গন্তব্যে।
তোমাকে আমি যতোটা ভালোবাসি
ততোটা ভালো আমি আমার নিজের জীবনকেও বাসিনি, যত্ন নেইনি কখনো অমূল্য দেহের।
জ্বলন্ত সিগারেটে পুড়ানো হাতের কালো দাগগুলো
মুচকি হেঁসে বিদ্রুপের সুরে গান গায় তব বিরহের।
বুকের সাথে বুক মিশিয়ে জড়িয়ে ধরবো –
যদি মৃত্যুর ত্রিশ সেকেন্ড আগে পাশে পাই।
ক্ষুধার্তের কাছে ভালোবাসার চেয়ে একটি রুটি অধিকতর শ্রেয়
ভালোবাসা তো কেবলই হৃদয়ের তৃষ্ণা মেটায়
তৃষ্ণার্ত হৃদয়ে মানুষ বেঁচে থাকতে পারে কিন্তু ভুখা পেটে দীর্ঘদিন বেঁচে থাকতে পারে না।
তোমাকে ফিরে পাবার তৃষ্ণায় বারোটি বছর কাটিয়ে দিলাম —
ভুখা পেটে বারোটি বছর কাটানো ছিলো অসম্ভব।
নতুন সূর্যোদয়ের আশায় মজলুম বছরের পর বছর কাটায়
হাজতি হাজতে কাটায় যুগের পর যুগ —
চোখে একটাই স্বপ্ন —
এই অন্ধকার কেটে যাবে, ধুয়েমুছে যাবে সব
আবার হেঁসে উঠবে নতুন সূর্য, ভেস্তে যাবে রণতূর্য্য
সত্যের আলোয় আলোকিত হবে ভুবন
আনন্দে তাতাথৈথৈ তাতাথৈথৈ নিত্য করবে পবন।
মৃত্যুর ত্রিশ সেকেন্ড আগেও যদি তোমাকে পাশে পাই
কোনকিছু না ভেবেই ঠোঁটের লালা মাখিয়ে দেবো তব চাঁদের ফালির মতো ঠোঁটে।

২৪/০৮/২০২২ সৌদি আরব

0

Publication author

0
মোঃ আকাইদ-উল-ইসলাম (মিটু সর্দার)। ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের অন্তর্গত বড়মুড়া গ্রামে ১৯৮৭ সালের ১০ই নভেম্বর, এক সম্ভান্ত্রশালী মুসলিম পরিবারে কবির জন্ম। কবির পিতার নাম নূরুল ইসলাম (মাষ্টার) আর পিতামহের নাম আলতাব আলী সর্দার
Comments: 0Publics: 149Registration: 02-04-2022
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

আপনি কি গল্প পড়তে ও লিখতে ভালোবাসেন? তবে বাংলা গল্প এবং অডিও স্টোরি প্রকাশ করার জন্য আজ‌ই যুক্ত হন আমাদের নতুন গল্পের সাইটে